ABOUT US

আসসালামু আলাইকুম।

কুয়েট মুসলিম কমিউনিটি (KUETMC) এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

এটি একটি অনলাইন ভিত্তিক অলাভজনক মানব সেবা মূলক সংঘঠন। কোন প্রকার ব্যবসা করা এই সংগঠনটির উদ্দেশ্য নয় বরং সম্পূর্ণ বিনা মূল্যে রক্তদাতা খুঁজে দেওয়াই হল আমাদের মূল লক্ষ্য।

রক্তের প্রয়োজনে যে সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে তা নিম্নে দেওয়া হলোঃ


১. রুগীর সমস্যা কি?
২. রক্তের গ্রুপ কি?
৩. রক্তের পরিমান, কত ব্যাগ? হাসপাতালের নাম কি?
৫. কোন জেলাতে প্রয়োজন, স্থান নিদিষ্ট ভাবে দিতে হবে?
৬. কোন তারিখ এবং কোন সময়ে প্রয়োজন?
৭. রোগীর নিকটতম আত্মীয়ের ফোন নাম্বার (যে ব্যাক্তি সব সময় রোগীর সাথে
থাকবেন)।
৮. একজন রেফারেন্স এর নাম দেওয়া যার মাধ্যমে আপডেট পাওয়া যাবে?
পোস্টটি সুন্দর করে রোগীর তথ্য দিয়ে বাংলাতে লিখবেন ইনশাআল্লাহ। গ্রুপের সকল সদস্য চেস্টা করবেন রক্তদাতা খুঁজে দিতে।

সিজারিয়ান রোগীর ক্ষেত্রে কিছু করণীয়ঃ-

১. মিনিমাম দুই মাস আগে দুই জন রক্তদাতা খুঁজে রাখুন।
২. যদি সেটা না পারা যায়, আগে নিজের নিকটতম আত্মীয়দের মাঝে খুঁজবেন। পজিটিভ গ্রুপ হলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
৩. আর যদি নেগেটিভ গ্রুপের হয় তবে আমাদের কে মিনিমাম দুই দিন আগে জানাতে হবে।

আমাদের কে জানানোর নিয়মাবলীঃ-

  • রোগীর রক্তের গ্রুপ কি?
  • রোগীর হিমোগ্লোবিন কত?
  • রোগী কোন মেডিকেলে আছেন?
  • রক্ত সিজারের আগে নাকি পরে প্রয়োজন?

সিজারের রোগীর ক্ষেত্রে এক্সচেঞ্জ রক্ত আবশ্যকীয়। যেমন আমরা যদি এক ব্যাগ নেগেটিভ গ্রুপের রক্তদাতা খুঁজে দেই সেক্ষেত্রে রোগীর লোককে অন্য গ্রুপের এক ব্যাগ রক্ত দান করতে হবে অন্য কোন মুমূর্ষু রোগীকে।

ডাক্তারের সাথে কথা বলে ১০০% কনর্ফাম হয়ে গ্রুপে পোস্ট করবেন।
কোন প্রকার বিকাশে লেনদেন যেমনঃ আমাদের গ্রুপে পোস্ট করে রক্তদাতা ফোন কলে আপনাকে ভাড়া বাবদ টাকা চাইলে বিকাশ করা থেকে বিরত থাকবেন। যদি বিকাশ করেন তবে কোন ভাবে আমরা KUETMC দায়ী নই।
মনে রাখবেন KUETMC ফ্রীতে রক্তদান কর্মসূচি পরিচালনা করে, কোন প্রকার আর্থিক লেনদেন করে নয়।
গ্রুপে পোস্ট করে পোস্ট দাতা হারিয়ে যাবেন না, দয়া করে আপনি KUETMC সদস্যদেরকে প্রতি মুহূর্তে রোগীর তথ্য দিয়ে রক্তদাতা খুঁজে পেতে সাহায্য করবেন।
যদি আপনারা পোস্ট করে হারিয়ে যান, সদস্যারা বার বার তথ্য চাওয়া সত্বেও আপনি তথ্য না দেন, আপনার পোস্টটি ডিলিট করে দেওয়া হবে। এবং এরকম কয়েকবার করলে আপনাকে গ্রুপ থেকে ব্যান করা হবে।
উপরোক্ত নিয়মগুলো মেনে চলুন, গ্রুপের সকল সদস্যকে রক্তদাতা খুঁজে পেতে সাহায্য করুন।

KUETMC BLOOD BANK

Donor NameBlood GroupMobileAddressEmaillDesignationDonat DateAge & WeightBatchDepertment

Scroll to Top