Khidmah Jamat

“খিদমাহ জামাতের” লক্ষ্য হলো সৃষ্টির সেবা ও অপরকে সাহায্য করার মাধ্যমে ইসলামের মহৎ আদর্শগুলোকে বাস্তবায়ন করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ভালো ও কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন,
“তোমরা কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপে তোমরা একে অপরকে সহযোগিতা করো না।”
(সুরা মায়েদা, আয়াত: ২)
এই আয়াতের আলোকে, খিদমাহ জামাত সমাজে সৎকর্ম ও দানের প্রচার করে এবং মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার কল্যাণে রত থাকবেন।”
(মুসলিম, হাদিস: ৬৭৪৬)
এই হাদিস অনুসরণ করে, “খিদমাহ জামাত” মানুষের প্রয়োজনে সাড়া দিয়ে আল্লাহর সাহায্য ও বরকত লাভের আশায় কাজ করে। জামাতের সদস্যরা সমাজের কল্যাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যাতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং আধ্যাত্মিক ও পার্থিব জীবনে সফলতা লাভ করতে পারে।

Scroll to Top